কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বঙ্গবন্ধুর দর্শন কি ছিলো আগামী প্রজন্মকে জানাতেই মুজিববর্ষ’

প্রতিদিনের সংবাদ প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বাঙালির শ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী কোনও উদ্দেশ্যে ছাড়া আয়োজন করা হচ্ছে না। এর নেপথ্যে একটি লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে সরকারের। কারণ স্বাধীনতার মহান এই নেতার রেখে যাওয়া দর্শন, আদর্শ ও চিন্তা কি ছিলো, বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য উদাহরণ হিসেবে রেখে যেতে ও তাদের জানাতে পালন করা হচ্ছে মুজিব বর্ষ। কারণ বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। পেতাম না একটি মানচিত্র। পিতার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো সুচারুভাবে শেষ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; ওই কাজের মধ্যে একটি মুজিববর্ষের চিন্তা। সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপরে সাধারণ আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বিকালে এ অধিবেশন শুরু হয়। আজ অধিবেশন সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও