বাসি মাংসে রং দিয়ে টাটকা বলে বিক্রি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৮
কয়েক দিনের ফ্রিজে রাখা বাসি মাংস কেমিক্যালের রং মিশিয়ে টাটকা বলে বিক্রি করছে রাজধানীর কাপ্তানবাজারের আলমগীরের গোস্ত বিতান। রোববার কাপ্তানবাজারে অভিযান চালিয়ে এর প্রমাণ পায় বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। এসময় আলমগীরের গোস্ত বিতানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। এসময় সার্বিক সহযোগিতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধিরা । আব্দুল জব্বার মণ্ডল জাগো নিউজকে জানান, কাপ্তানবাজারের মাংস বিক্রেতা আলমগীর দীর্ঘদিন ধরেই খাসির বাসি মাংসে রক্ত আর কেমিক্যাল রং মিশিয়ে টাটকা বলে বিক্রি করছে। এ ধরনের অভিযোগ বেশ কয়েকজন মৌখিক ও লিখিতভাবে আমাদের জানিয়েছেন।