‘চলচ্চিত্রকে চলচ্চিত্র হিসেবে দেখুন’
প্রথম আলো
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫১
দেশে চলচ্চিত্রের পাঠ এখনো গল্প (ফিকশন) বা অ-গল্পের (নন-ফিকশনের) সেকেলে বিভাজননির্ভর। চলচ্চিত্রকে নির্দিষ্ট কোনো ধারায় না ফেলে শুধু চলচ্চিত্র হিসবে দেখার নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। আর এই পরিবর্তনটি তরুণদের হাত ধরেই আসতে হবে। নির্মাতা কামার আহমাদ সাইমন গতকাল তাঁর চলচ্চিত্র শুনতে কি পাও!এর এক বিশেষ প্রদর্শনীতে এসব কথা বলেন। বেসরকারি...