পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন
প্রথম আলো
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৬, ২০:৪৮
আইসিসির অনুরোধ সত্ত্বেও টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ভারতে গিয়ে খেলবে না—এই অবস্থান থেকে সরে আসেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তাশঙ্কার কথা উল্লেখ করে ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আবারও জানিয়ে দিয়েছে বোর্ড। বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও মাইলস ব্যান্ডের সদস্য হামিন আহমেদ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বিসিবির সিদ্ধান্তকে ‘চমৎকার’ বলে মন্তব্য করেন। তিনি লিখেছেন, এখন যেহেতু বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে একেবারেই খেলবে না—ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেছে। তাহলে এখন বাংলাদেশের উচিত সব ম্যাচ বাংলাদেশেই খেলা! শ্রীলঙ্কায় নয়, আর কোনো ‘গণহত্যাকারী’ পাকিস্তানের তথাকথিত ‘দরদ’-এরও কোনো প্রয়োজন নেই।