রাতে ঘুমোনোর আগে ও সকালে উঠে অমিতাভ যা যা করেন
বয়স আশির চৌকাঠ পেরুলেও ক্লান্তিকে ধারেকাছে ঘেঁষতে না দেওয়া অভিনেতা অমিতাভ বচ্চনের প্রতিটি কাজই নিয়মের বাঁধনে বাঁধা।
ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে তিনি যা যা করেন, সেসব তিনি করে আসছেন যুগ যুগ ধরে। হিন্দি সিনেমার কিংবদন্তীর সেই রুটিনের কথা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন বলিউডের খলনায়ক রঞ্জিত।
এই অভিনেতা বহু সিনেমায় অমিতাভের সহশিল্পী হয়েছেন। তাই অমিতাভকে কাছ থেকে দেখার সুযোগ তার হয়েছে।
আনন্দবাজার লিখেছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে রঞ্জিত বলেন, অমিতাভ কতখানি শৃঙ্খলাপরায়ণ তা ভাবনার বাইরে।
রঞ্জিত বলেন, “আমরা একসঙ্গে প্রথম বার ‘রেশমা অউর শেরা’ সিনেমার কাজ করেছি। এটি ছিল অমিতাভের দ্বিতীয় দ্বিতীয় সিনেমা। এর আগে উনি ‘সাত হিন্দুস্তানি’তে কাজ করেছিলেন। আমি শুটিংয়ে সময় তার সঙ্গে একই তাঁবুতে ছিলাম, আরও দুজন ছিলেন আমাদের সঙ্গে।’’
রঞ্জিত জানান, শুটিং চলাকালীন অমিতাভের রুটিন দেখে কৌতুহলী হয়ে পড়েছিলেন তিনি।
- ট্যাগ:
- বিনোদন
- জীবনচর্চা
- অমিতাভ বচ্চন