
পতনের শেষ কোথায়?
বর্তমান বিশ্ব বাস্তবতায় কর্তৃত্ববাদ নতুন চল হিসেবে হাজির হয়েছে। বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশ ক্রমাগত কর্তৃত্ববাদের দিকে ঝুঁকছে। চীন ও রাশিয়া মাঠে আছে। ট্রাম্প আগামী নির্বাচনেও জিতবেন—এখন পর্যন্ত ভবিষ্যদ্বাণী সে রকমই। গণতন্ত্রের আরও পতন কেউ ঠেকাতে পারবে বলে মনে হয় না। লিখেছেন এ কে এম জাকারিয়া।