শরিয়ত বয়াতির জামিন কেন নয় জানতে হাইকোর্টের রুল
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪১
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার টাঙ্গাইলের মির্জাপুরের শরিয়ত বয়াতিকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জামিন চেয়ে শরিয়ত সরকার আবেদন করেছিলেন। আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করে আইনজীবী মনিরা হক মনি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিয়াস উদ্দিন আহমেদ। আগামী দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলেছেন দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট…