You have reached your daily news limit

Please log in to continue


ডাকসুর তহবিল থেকে এক টাকাও তুলতে পারেননি ভিপি নুরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বার্ষিক বাজেট থেকে নিজের জন্য বরাদ্দ থাকা পাঁচ লাখ টাকার এক টাকাও তুলতে পারেননি সহসভাপতি (ভিপি) নুরুল হক। তাঁর অভিযোগ, ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী ও সহসাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেনের ‘অদৃশ্য প্রভাবের’ কারণে টাকা উত্তোলনের আবেদন করেও তিনি তা পাননি। তবে এমন অভিযোগ মানতে নারাজ জিএস ও এজিএস। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বার্ষিক বাজেট ১ কোটি ৮৯ লাখ টাকা। ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভা উপলক্ষে গত শনিবার সংগঠনের প্রশাসনিক শাখা ৯ মাসের ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়। এতে দেখা যায়, বাজেটের ১ কোটি ৮৯ লাখ টাকার মধ্যে ৯ মাসে ৮৩ লাখ ৫১ হাজার ৩০৪ টাকা উত্তোলন করেছেন ডাকসুর ২৫টি পদে থাকা নেতারা। তবে সেখানে ভিপি নুরুলের নামে কোনো হিসাব নেই। ভিপি নুরুল হক গতকাল প্রথম আলোকে বলেন, ‘তিনটি চিঠিতে আমি ৪০ হাজার টাকা চেয়ে আবেদন করেছিলাম। এর মধ্যে কবি সুফিয়া কামাল হলের ছাত্রীদের র‌্যাগ ডে উদ্‌যাপনের জন্য ১০ হাজার, শামসুন নাহার হলের একজন অ্যাথলেটকে একটি রেসিং সাইকেল কেনার জন্য ১০ হাজার এবং একটি শিক্ষাসফরে বরাদ্দের জন্য আরও ২০ হাজার টাকা চেয়েছিলাম। কিন্তু আমার আবেদন গ্রহণ করা হয়নি। জিএস ও এজিএসের অসহযোগিতা ও অদৃশ্য প্রভাবের কারণে আমার আবেদনটি গ্রহণ করা হয়নি বলে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। ডাকসুতে ছাত্রলীগের সিদ্ধান্তেই সব হয়।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন