মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

ডেইলি স্টার টেকনাফ প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৫

টেকনাফ সীমান্তের ওপয়ারে মিয়ানমারে ভেতরে সকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘাতের মধ্যে সেখান থেকে আসা গুলিতে এক কিশোরী তার বাড়ির সামনে নিহত হয়েছে।


আজ রোববার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেস্ছিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত কিশোরীর নাম তানজিনা আক্তার (১২)। সে ওই এলাকার মোহাম্মদ জসিমের মেয়ে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত ১১টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত সীমান্তের ওপারে তোতারদ্বীপ এলাকায় আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘাত চলে। রাতভর গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এপারের সীমান্ত এলাকা।


হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র জানান, সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তানজিনা বাড়ির সামনে খেলছিল। এ সময় মিয়ানমার থেকে আসা একটি গুলি এসে লাগলে ঘটনাস্থলেই সে মারা যায়।


এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন টেকনাফ সড়কের খেয়াঘাট এলাকায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও