মাঝেমধ্যে মনে হয়, একালের রাজনীতিবিদদের বড় অংশই জানেন না; তাঁদের পূর্বসূরিরা ছিলেন কতটা গণমুখী, কর্মীবান্ধব, সৎ ও দেশপ্রেমিক। বহুবার বলেছি, রাজনীতির ময়দানে তাঁরা ছিলেন জননেতা। কারাগারে গেলে রাজবন্দী। একদল আমলা জানেন না, তাঁদের পূর্বসূরিরা একালের মতো নির্লজ্জ, দলকানা, নীতিহীন, সুুবিধাবাদী ছিলেন না। ছিলেন মর্যাদাবান, দক্ষ, ব্যক্তিত্ববান, প্রজাতন্ত্রের কর্মচারী। মানুষের কাছে ছিলেন সরকারি কর্মকর্তা। আইন ও বিধিবিধানবলে তাঁরা তাঁদের কাজ সম্পাদন করতেন। ব্যক্তিত্বহীন, মেরুদন্ডহীন, দলদাস ছিলেন না। একালের গণমাধ্যমে যে বিনিয়োগ হচ্ছে, গণমাধ্যমকর্মীরা যে সুযোগ-সুবিধা, বেতন পাচ্ছেন, তাঁদের পূর্বসূরিদের সময় এটি চিন্তাই করা যেত না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.