ধর্ষকদের শাস্তির জন্য তাদের ইনজেকশন দিয়ে যৌনক্ষমতা হ্রাস করানোর দাবি তোলা হয়েছে সংসদে। মঙ্গলবার জাতীয় পার্টির নুরুল ইসলাম তালুকদার জাতীয় সংসদে এ দাবি তোলেন।নুরুল ইসলাম বলেন, প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। ধর্ষকদের শাস্তির জন্য ইনজেকশন পদ্ধতি চালু করা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একটা পদ্ধতি চালু করেছেন, ধর্ষক ধরা পড়লে তার শরীরে ইনজেকশন দিয়ে যৌনক্ষমতা কমিয়ে দেওয়া হয়।'বাংলাদেশেও ইনজেকশন দিয়ে ধর্ষকদের যৌনশক্তি কমিয়ে দিতে হবে। তাহলে আর ধর্ষণের মতো ঘটনা ঘটবে না,' বলেন নুরুল ইসলাম।এ ছাড়াও সংসদে আজ ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করা নিয়ে রিটের প্রসঙ্গ তোলেন সরকারি দলের সাংসদ আব্দুল মতিন খসরু।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.