এসএসসি পরীক্ষায় রাজনৈতিক প্রভাব পড়বে না: শিক্ষামন্ত্রী
ইনকিলাব
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৩
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির হরতালের এক দিন পর আজ শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। আজ সোমবার সকাল ১০টায় সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রশ্নফাঁসে গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক রয়েছে। কেউ যাতে প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে। এজন্য গুজবে কান না দিতে পরামর্শ দিয়েছেন তিনি। আজ রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন শিক্ষামন্ত্রী।