রোহিঙ্গা শিশুরা মিয়ানমারের ইতিহাস, সংস্কৃতি পড়বে

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০, ১৭:২২

আমরা একটি হারিয়ে যাওয়া রোহিঙ্গা প্রজন্ম চাই না৷ আমরা চাই তারা পড়ালেখা শিখুক৷ তারা মিয়ানমারের পাঠ্যসূচি অনুসরণ করবে৷'' পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, রোহিঙ্গা শিশুরা ১৪ বছর বয়স পর্যন্ত মিয়ানমারের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়ালেখা করবে৷ তাদেরকে কারিগরি প্রশিক্ষণও দেয়া হবে, যেন তারা যখন মিয়ানমারে ফিরে যাবে তখন সেখানে চাকরি করতে পারে৷ স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, শিগগিরই দশ হাজার শিক্ষার্থীকে নিয়ে একটি পাইলট প্রকল্প শুরু হবে৷ রোহিঙ্গা শিবিরে পাঁচ লাখের বেশি শিশু রয়েছে৷ এতদিন তারা বাংলাদেশ কিংবা মিয়ানমারের পাঠ্যসূচি অনুযায়ী পড়াশোনা করতে পারত না৷ ইউনিসেফের উদ্যোগে তৈরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের লেখাপড়া করতে পারতো তারা৷ রোহিঙ্গা শিশুদের পড়াশোনা, ধর্মচর্চা ও চিকিৎসা ১ম শ্রেণি শেষ করেছে আয়াছ নয় বছর বযসি মো. আয়াছ-ও শরণার্থীর ঢলের সাথে জীবন বাঁচাতে চলে এসেছে বাংলাদেশে৷

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও