শেষ পর্যন্ত কেজি দরেই বিক্রি হবে সিনবাদ!
বার্তা২৪
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২০, ১৬:১৭
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের সাফুল্লি গ্রামের বিল্লাল হোসেনের ২ টন ওজনের ষাঁড় (সিনবাদ) অবশেষ বিক্রি করা হবে কেজি দরে। আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) সিনবাদকে বিক্রয় করার প্রস্তুতি নিচ্ছেন মালিক বিল্লাল হোসেন। গত দুই বছরের ঈদুল আযহায় কোরবানির হাটে বিক্রির উপযোগী করলেও উপযুক্ত দাম না পাওয়ায় অবিক্রিত রয়ে যায় সিনবাদ নামের ষাঁড়টি। ২০১৯ সালের কোরবানি হাটের সময় ষাঁড়টির ওজন ছিল ৫৪ মণ। এই সিনবাদই দেশের সবচেয়ে বেশি ওজনের ষাঁড় ছিল বলে জানিয়েছিল সাটুরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিস।