You have reached your daily news limit

Please log in to continue


মেয়র-কাউন্সিলর প্রার্থীদের খেলার মাঠের দিকে নজর দিতে হবে

সিটি করপোরেশন নির্বাচনে শিশু ও কিশোরদের একটাই দাবি, তা হলো খেলার মাঠ। যে প্রার্থী ছেলেমেয়েদের খেলার মাঠের নিশ্চয়তা দেবে, পার্কের নিশ্চয়তা দেবে, যেখানে তারা খেলতে পারে, ঘুরতে পারে; সেই শিশুরাই তাদের অভিভাবকদের বলবে সেই প্রার্থীদের সমর্থন করতে। যারা এই কদিন ধরে নির্বাচনী ইশতেহার প্রকাশ করছেন নগরে। সেই ইশতেহারই গ্রহণযোগ্য হবে যেখানে ওয়াদা থাকবে নতুন প্রজন্ম ভালোভাবে বেড়ে উঠতে পারে। সোমবার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেন। মেনন আরও বলেন, মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী সবাইকেই খেলার মাঠের বিষয়টার দিকে নজর দিতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন