বিএনপির মাথাব্যথা এখন বিদ্রোহী প্রার্থী

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৪

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে দুই দিক থেকে লড়তে হতে পারে। প্রথমত প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে, দ্বিতীয়ত দলের ভেতরের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে। এই অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।


সতর্কবার্তা ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও বহু নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। ফলে দলটির অভ্যন্তরীণ অস্থিরতা ক্রমে বাড়ছে।


ইতোমধ্যে বিএনপির ১৯০ জনের বেশি বিদ্রোহী প্রার্থী ১১৫টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির ঐতিহ্যগতভাবে পরিচিতি শক্ত ঘাঁটি থেকে শুরু করে রাজধানীর আসনও আছে।


তবে বিএনপি নেতারা দাবি করছেন, সবাই বিদ্রোহী নন। সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে বিএনপি ১৫টির বেশি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে। কারণ খেলাপি হওয়া, মামলা-মোকদ্দমা কিংবা অন্যান্য জটিলতায় মূল প্রার্থীরা বাদ পড়তে পারেন।


এছাড়া কিছু প্রার্থীর অসুস্থতা বা বয়সজনিত কারণ বিবেচনায় রেখে তাদের বিকল্প রাখা হয়েছে। আর কোনো কারণে মূল প্রার্থী বাদ পড়লে, সেই বিকল্প প্রার্থীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও