কলকাতাতেও লড়াইয়ের ঢেউ
অনেক অনেক দিন বাদে ভোরের আলতো রোদে কিংবা কুয়াশাঢাকা সন্ধ্যাবেলায় পথ চলতে বেশ লাগছে। এ যেন এক্কেবারে আমাদের শৈশবের কলকাতা, যেখানে অন্যায়-অবিচারের বিরুদ্ধে নিয়ত সোচ্চার আমার শহর। যেখানে যাবতীয় কূপম-ূকতাকে দূরে ঠেলে শহর হয়ে ওঠে প্রবল আন্তর্জাতিক। যেখানে কবিতা স্লোগান হয়। আর স্লোগান হয়ে ওঠে চমৎকার এক-একটা কবিতা। সেই কলকাতা মায়ের স্নেহের মতোই আবার ফিরে এসেছে। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি চিৎপুরের কাছে জ্যাকেরিয়া স্ট্রিটে।