কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ড্যান্ডির মরণফাঁদে শিশুরা

ইত্তেফাক মীর আব্দুল আলীম প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০, ১০:১৫

পথে দেখি শিশুরা নেশা করে। ছেলে শিশু, মেয়ে শিশু মিলেমিশে নেশায় আসক্ত হয়। খোদ রাজধানী ঢাকা ও আশপাশ এলাকায় প্রকাশ্যে প্রশাসনের চোখের সামনে নেশায় বুঁদ হতে দেখা যায় এসব পথশিশুকে। এমন দৃশ্য দেখে সবাই। কিছু বলে না। যেন দায় নেই কারো, দায়বদ্ধতাও নেই। প্রশ্ন হলো—পুলিশ প্রশাসনের সামনে, আমাদের চোখের সামনে, ওরা নেশা করে কী করে? আমাদের কি বিবেক বলে কিছু নেই? কোনোই দায়দায়িত্ব নেই? সেদিন রাতে (২৩ জানুয়ারি) আমার শ্রদ্ধেয় মেজো মামা মাজহারুল হক ভুঁইয়ার টেলিফোন পেলাম। বোধ করি তিনি সেদিনই যাত্রাপথে এভাবে শিশুদের প্রকাশ্যে নেশা করতে দেখেন। আমাকে মোবাইল ফোনে বলছিলেন, ‘ঢাকা-চট্টগ্রাম সড়কের শিমরাইলে পথের ধারে প্রকাশ্যে ১০-১১ বছরের শিশুরা পলিথিনে ভরে কী যেন নেশা করছে। এটা নিয়ে একটা কলাম লিখো। সরকার ওদের পুনর্বাসন করুক। আমরাও না হয় সহযোগিতা করব’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও