ভিডিও স্টোরি: বাণিজ্য মেলায় সব গৃহিণীর হাতেই ক্রোকারিজ পণ্য
এবারের বাণিজ্য মেলায় ক্রোকারিজ পণ্যের কেনাকাটাই চলছে বেশি। মেলায় আসা প্রায় সব গৃহিণীর হাতে এসব পণ্য। গৃহস্থালির অন্যতম উপকরণ ক্রোকারিজ। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যে নারীদের আগ্রহ সবচেয়ে বেশি। বাণিজ্য মেলায় বিভিন্ন ছাড়ে বিক্রি হচ্ছে এসব পণ্য।