You have reached your daily news limit

Please log in to continue


আসন্ন এসএসসি পরীক্ষা

এসএসসি পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হইতেছে। ইতোমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের চার শতাধিক কেন্দ্রসচিবকে ডাকিয়া পরীক্ষাসংক্রান্ত বিষয়ে মোট ২৮ দফা নির্দেশনা দেওয়া হইয়াছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কোনো অবস্থাতেই উপজেলা সদরের বাহিরে প্রশ্নপত্রের ট্রাঙ্ক রাখা যাইবে না। পরীক্ষায় অসদুপায় ঠেকাইতে কেন্দ্রের প্রধান ফটকে পরীক্ষার্থীদের অবশ্যই দেহতল্ল­াশি করিবার নির্দেশনাও দেওয়া হইয়াছে। কেন্দ্রে প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য এক জন কক্ষ পরিদর্শক এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুই জন করিয়া দায়িত্ব পালন করিবেন। নির্দেশনায় আরো বলা হইয়াছে, কেন্দ্রসচিব ব্যতীত অন্য কেহ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়া কেন্দ্রে প্রবেশ করিতে পারিবেন না। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশ করিতে হইবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন