পাঠ্যের বাইরে গাইড বই পড়ানো বন্ধের নির্দেশ
ঢাকা টাইমস
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০, ১৫:৫৩
পাঠ্যের বাইরে শ্রেণিকক্ষে অতিরিক্ত বই বা নোট পড়ানো বন্ধের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২১ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়। অভিযোগ রয়েছে, দেশের বেশ কিছু প্রতিষ্ঠান কারিকুলামের বাইরে থাকা নোট ও গাইড বই শিক্ষার্থীদের কিনতে বাধ্য করছে এবং পড়ার জন্য কোন কোন নোট ও গাইড বই কিনতে হবে তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমন অভিযোগও জমা পড়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে মহাপরিচলক সৈয়দ গোলাম মো. ফারুক নোট ও অতিরিক্ত বই না কেনে এবং শিক্ষার্থীদের না পড়ানোর জন্য নির্দেশনা জারি করেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ৩ সপ্তাহ আগে
বিডি নিউজ ২৪
| মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
১০ মাস, ২ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে