![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/21/54d9cdb9c791f087274dc98f6a5c6cdd-5e26f4ed58886.jpg?jadewits_media_id=1502735)
লম্বা চুলে ওয়ার্ল্ড রেকর্ড
প্রথম আলো
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ১৮:৫৩
রূপকথার রাপুঞ্জেল যেন নেমে এসেছে ভারতের গুজরাট রাজ্যে। রাজ্যের মোদাসা শহরে নিলানশি প্যাটেল নামের ১৭ বছর বয়সী এক কিশোরীর চুল ৬ ফুটের বেশি লম্বা।
লম্বা চুলের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে নিলানশি প্যাটেল। সবচেয়ে লম্বা চুলের অধিকারী হতে চুল বড় করেনি নিলানশি। ছয় বছর বয়সে একবার সেলুনে চুল কাটাতে নেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু সেই চুল কাটানো পছন্দ হয়নি নিলানশির। ফলে আর চুল কাটেননি সে।