![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/21/336a8b5894a7ec395518ac2e84abb05a-5e26984a2f970.jpg?jadewits_media_id=1502609)
মাছ ধরার উৎসব
প্রথম আলো
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ১২:১৯
প্রতিবছর মাঘ মাসের প্রথম দিন ঘটা করে পলো দিয়ে মাছ ধরার উৎসব উদযাপন করা হয় সিলেটের বিশ্বনাথ উপজেলার গোয়াহরি বিলে। বিলের আশপাশের সব গ্রামে নির্দিষ্ট দিনে ঘোষণা দিয়ে উৎসব পালন করা হয়। মাছ ধরার দিন সকালে বিভিন্ন উপকরণ নিয়ে সবাই বিলে হাজির হয়ে যান। ভিন্ন এক উৎসবে পরিণত হয় দিনটি। সাম্প্রতিক এই মাছ শিকার নিয়ে ছবির গল্প।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মাছ ধরার উৎসব
- সিলেট জেলা