কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কব্জিতে শখের বাহারি হাতঘড়ি

নয়া দিগন্ত আমীর হামযা প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০, ২১:৩৫

‘শখ’ এমন একটি শব্দ যা প্রত্যেক মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শখ পূরণের ইচ্ছা প্রত্যেক মানুষকে তাড়িয়ে বেড়ায়। কেউ সহজে শখ পূরণ করতে পারে, কারো জীবনভর চেষ্টার পরও অপূর্ণ থেকে যায় শখ। কিছু মানুষের শখ নেহাতই ছোট, কারো শখ বিচিত্র ও বিলাসিতাপূর্ণ। প্রত্যেকের শখের ধরন আলাদা, অর্থের সাথে শখের রয়েছে মেলবন্ধন। দরিদ্রের শখ পূরণের বাসনা বেশির ভাগ সময় ইচ্ছাতেই সীমাবদ্ধ থাকে। কিন্তু ধনীরা কিভাবে অর্থ ব্যয় করবেন সেটি ভেবেই কুল পান না। বাংলায় একটি কথার প্রচলন রয়েছে, ‘শখের তোলা আশি টাকা’। অনেকসময় শখ আর ফ্যাশনকে সমার্থক ভেবে আমরা গুলিয়ে ফেলি। ‘ফ্যাশন’ হলো সমকালের চলনসই জিনিসের ব্যবহার। অন্য দিকে, শখের ব্যাপ্তি বিস্তৃত। হাল আমলে আমাদের দেশের তরুণরা সবাই মুখে দাড়ি রাখতে পছন্দ করে। দাড়ি রাখাটা এখনকার তারুণ্যের আরেকটি ফ্যাশন। সাম্প্রতিক সময়ে একটি প্রবণতা দারুণভাবে লক্ষণীয়। বর্তমানে সব বয়সীর ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে ফিরে এসেছে হাতঘড়ি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও