ঢাকার চারপাশে চলছে নদীর প্রশস্ততা ও গভীরতা বৃদ্ধির কার্যক্রম
ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু ও ধলেশ্বরী নদী দূষণ ও দখলমুক্ত করতে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌসচিব মো. আবদুস সামাদ। শনিবার (১৮ জানুয়ারি) তুরাগ ও বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত এলাকায় চলমান প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ’র বিদায়ী চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ও প্রকল্প পরিচালক (সদস্য, অর্থ) মো. নুরুল আলমসহ বিআইডব্লিউটিএ’র উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রাজধানীর মিরপুর বেরিবাঁধের সিন্নিরটেকের বিআইডব্লিউটিএ’র ল্যান্ডিং স্টেশন হতে সদরঘাট পর্যন্ত নৌ-পথে তুরাগ ও বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ পরবর্তী চলমান প্রকল্পের অগ্রগতি কার্যক্রম এবং ঢাকা নদী বন্দর টার্মিনাল পরিদর্শন করেন তিনি।