ঢাকার চারপাশে চলছে নদীর প্রশস্ততা ও গভীরতা বৃদ্ধির কার্যক্রম
ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, বালু ও ধলেশ্বরী নদী দূষণ ও দখলমুক্ত করতে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌসচিব মো. আবদুস সামাদ। শনিবার (১৮ জানুয়ারি) তুরাগ ও বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত এলাকায় চলমান প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশ দেন তিনি। পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ’র বিদায়ী চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম বিআইডব্লিউটিএ’র নতুন চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ও প্রকল্প পরিচালক (সদস্য, অর্থ) মো. নুরুল আলমসহ বিআইডব্লিউটিএ’র উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় রাজধানীর মিরপুর বেরিবাঁধের সিন্নিরটেকের বিআইডব্লিউটিএ’র ল্যান্ডিং স্টেশন হতে সদরঘাট পর্যন্ত নৌ-পথে তুরাগ ও বুড়িগঙ্গা নদীতে উচ্ছেদ পরবর্তী চলমান প্রকল্পের অগ্রগতি কার্যক্রম এবং ঢাকা নদী বন্দর টার্মিনাল পরিদর্শন করেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.