![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/artiii-192766-2001131127.jpg)
ধর্ষণ থেকে বাঁচতে তিনতলা থেকে গোবিন্দের ভাগনীর ঝাঁপ
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০, ১৭:২৭
‘আমি অনেক কষ্ট করে নিজেকে ওর হাত থেকে ছাড়াতে পেরেছিলাম। তার পর তিনতলা থেকে ঝাঁপ দিই সেই দিন বুঝেছিলাম আমি কতটা শক্তিশালী। আমি মা, মা বলে চিৎকার করতে করতে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিলাম।’ এভাবেই জীবনের বাজে অভিজ্ঞতার কথা বলছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দের ভাগনী আরতি সিং। সম্প্রতি বিগবস-১৩ এর একটি পর্বে আরতি জানিয়েছেন, একবার ধর্ষকের খপ্পরে পড়েছিলেন তিনি। বাড়ির কাজের লোক তাকে ধর্ষণ করতে আসে। নিরুপায় হয়ে তিনতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন।