![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/01/12/8a95450b879008ed28e995fb02dea71f-5e1b1d7251b44.jpg?jadewits_media_id=1500344)
শীতার্তদের পাশে সিলেট বন্ধুসভা
প্রথম আলো
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২০, ১৯:১৫
শীতার্তদের পাশে সিলেট বন্ধুসভা ৩১ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণের কর্মসূচি পালন করে। বছরের শেষ দিনের সকাল শুরু হয় প্রত্যন্ত অঞ্চলের চাবাগান ও রাবারবাগানের অসহায় ১২০ জন শীতার্ত শ্রমিকের মধ্যে শীতের এ উপহার প্রদানের মাধ্যমে। শহরতলির মাখরখোলা, কালাগুল, টিল্লাপাড়া গ্রাম ও হিলুয়াছড়া রাবারবাগানের কিছু শ্রমিকের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।তাঁদের মধ্যে অর্ধেকের বেশি অসহায় নারী শ্রমিক উপস্থিত...
- ট্যাগ:
- বাংলাদেশ
- শীতার্ত মানুষ
- বন্ধুসভা
- সিলেট জেলা