সিনেমার অবস্থা গত কয়েকবছর ধরে যে খুব একটা ভালো যাচ্ছে না, সেটি সংশ্লিষ্ট প্রায় সবার কথা। তবে এই নতুন বছরে হিসেবটা পাল্টাতে পারে বলে ধারণা করা যায়। কারণ গতবছর সিনেমা মুক্তির সংখ্যা কমলেও অনেকের হাতে বেশকিছু সিনেমা রয়েছে, যেগুলো মুক্তি পাবে এ বছর। এছাড়াও গত কয়েকবছরে নতুন অনেকের ইন্ডাস্ট্রিতে অভিষেক হলেও অবস্থান শক্ত করে খুব একটা দাঁড়াতে পারেননি। সেই জায়গা থেকে সিয়াম আহমেদ ও তাসকিন রহমান ব্যতিক্রম উদাহরণ। ২০১৯-এ সিয়ামের সিনেমা মুক্তির সংখ্যা আলোচনায় না এলেও নতুন সম্ভাবনা নিয়ে এই বছর শুরু হবে সিয়ামের। হাতে রয়েছে প্রায় ৬টি সিনেমা। যেগুলো এক এক করে এ বছর মুক্তি পাবে। যার সবগুলোই সিয়ামের সঙ্গে আলোচনায় ছিল গতবছর। অন্যদিকে ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে ক্যারিয়ার শুরু করা তাসকিন রহমানেরও সিনেমা মুক্তি নিয়ে গত বছরটা খুব একটা ভালো না গেলেও এ বছর বেশ ভালোভাবে আসতে যাচ্ছেন তিনি। এদেশের ইন্ডাস্ট্রি যখন খলনায়ক অভাবে ভুগছে তখন তাসকিন এসেই দর্শকদের মাঝে বেশ ভালো একটি জায়গা করে নিয়েছেন। এই বছর মুক্তি পাবে তার ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি। এছাড়াও তাসকিন জানান এই বছরটা আরো সিরিয়াস হবেন সিনেমায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.