যতই মতপার্থক্য হোক, দেশে ইজতেমা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সমকাল প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২০, ২১:৪৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যতই মতপার্থক্য হোক, বাংলাদেশে ইজতেমা হবে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ব ইজতেমা উপলক্ষে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রস্তুতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুঃখজনক হলেও সত্যি, যাদের নিয়ে আমাদের এই আয়োজন তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে একই জায়গায় এক ময়দানে সুন্দরভাবে ইজতেমা পালন করবে- এ বিষয়ে তারা একমত। তিনি আরও বলেন, যেভাবে প্রস্তুতির কাজ চলছে আশা করি খুব সুন্দরভাবে ইজতেমা সম্পূর্ণ হবে।গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক সভায় আরও বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও