অখণ্ড ভারতের বহুত্ববাদ কি ধ্বংস হয়ে যাবে?
আমি ভারতবাসী। ভারতের সমাজে বসবাস করি। এরপর সেই সমাজের চলতি টানাপড়েন নিয়ে লিখতে বসলে আমি নিরপেক্ষ থাকতে পারি কি? নিরপেক্ষতা খুব সহজ কাজ নয়। দার্শনিক দেরিদা বলেছিলেন ডিকনস্ট্রাকশন অর্থাৎ বিনির্মাণের কথা। নিরপেক্ষতার ইউটোপিয়াকে ভাঙতে গেলে নিজেকেও বিনির্মাণ করতে হয়।