নতুন পাঠক্রম: শিশুদের মধ্যে অনৈতিকতা বাড়াতে পারে
স্কুলে ধারাবাহিক মূল্যায়ন চালু হওয়ার পর শিক্ষার্থীরা এসব বিষয় কিছুই শিখছে না, কিন্তু নতুন ধরনের দুর্নীতির জন্ম দিচ্ছে। মিথ্যা নম্বর লেখা থাকছে শিক্ষা বোর্ডের একাডেমিক ট্রান্সক্রিপ্টে। দুর্নীতির সে দলিল শিক্ষার্থী সারা জীবন বহন করবে এবং নিজে দুর্নীতিগ্রস্ত হতে উৎসাহিত হবে। সমাজ-রাষ্ট্রে তার বিপুল নেতিবাচক প্রভাব পড়বে। লিখেছেন শিক্ষাবিদ আমিরুল আলম খান
- ট্যাগ:
- মতামত
- পাঠক্রম
- শিক্ষানীতি
- অনৈতিকতা