জলবায়ু সম্মেলনের ব্যর্থতার দায় কার
চলছে তামাশার জলবায়ু কূটনীতি। জলবায়ু পর্যটকেরা ফি বছর সম্মেলনের নামে মিলিত হন। অভিবাসন, সহিষ্ণুতা, ক্ষয়ক্ষতি নিয়ে গবেষণা, অনুসন্ধান, সমীক্ষা তৈরির জন্য তহবিল ভাগ-বাঁটোয়ারা করে নেন। শেষ পর্যন্ত জলবায়ু সম্মেলন তহবিল তৈরির খেলায় পরিণত হয়। এখান থেকে যে যেভাবে পারছেন আখের গুছিয়ে নিচ্ছেন। ব্যর্থতার দায়ভাগ কেউ নিচ্ছেন না। লিখেছেন মারুফ মল্লিক