 
                    
                    হিরো থেকে ভিলেন
১৯৯১ সালে অং সান সু চিকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করেছিল যে কমিটি, সেটি তাকে বর্ণনা করেছিল ‘নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের অপরিহার্য এক প্রতীক’ এবং ওইসব মানুষের জন্য একটি প্রেরণা যারা ‘গণতন্ত্র, মানবাধিকার ও জাতিগত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শান্তিপূর্ণ উপায়ে লড়াই করছেন।’ তবে গত সপ্তাহে দ্য হেগের আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) কোর্টরুমের বাইরে যেসব প্রতিবাদকারী জড়ো হয়েছিলেন, তাদের কাছে তিনি এখন সম্পূর্ণ ভিন্ন কিছু- সামরিক বাহিনীর বর্বরতার একজন আত্মপক্ষসমর্থনকারী, জাতিগত সংখ্যালঘু নির্যাতনকারী এবং গণহত্যায় উৎসাহদানকারী।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg)