ভুল বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার: মুক্তিযুদ্ধমন্ত্রী
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখপ্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা পেয়েছি তাই প্রকাশ করা হয়েছে। এছাড়া ভুল-ভ্রান্তি বেশি হলে তালিকা প্রত্যাহার করে নেওয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী দুঃখপ্রকাশ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আ ক ম মোজাম্মেল হক বলেন, একাত্তরে প্রস্তুত করা তালিকাটিতে পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের নাম সংযোজন করে থাকতে পারে। গত রবিবার একাত্তরের রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতাবিরোধী ১০ হাজার ৭৮৯ জনের নামের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বাধীনতা-পরবর্তী সময়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পরই তা নিয়ে বিভিন্ন সমালোচনা শুরু হয়। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এমন অনেক মুক্তিযোদ্ধার নামও রাজাকারের তালিকায় এসেছে।