![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019December/70565b-1912170607.jpg)
সুস্থ থাকতে চাইলে ফ্রিজে একটি কয়েন রাখুন
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৯, ১২:০৭
মাছ, মাংস থেকে শাকসবজি—সবই সংরক্ষণ করা হয় ফ্রিজে। কিন্তু বিদ্যুৎ না থাকলে তো ফ্রিজ সচল থাকে না। তখন ফ্রিজের ঠাণ্ডা কমে বা বরফ গলে খাবারে পড়তে পারে। তারপর আবার বিদ্যুৎ এলে সেই খাবার শীতল হয়। বাসায় ফিরে এসে আপনি সেই খাবার খেয়েছেন। স্বাভাবিক ভাবেই আপনার শরীর খারাপ হবে। কিন্তু এমনটা পরিস্থিতি থেকে বাঁচতে একটি কয়েনের সাহায্য নিতে পারেন।