![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/12/16/f5e25bffc7b9a67cb0fee8bcf62da24a-5df751f74e0a8.jpg?jadewits_media_id=1493033)
প্রবাসে আমরাও ছিলাম যুদ্ধে
দেশের অভ্যন্তরে যেমন, তেমনি দেশের বাইরে কীভাবে বাঙালিরা মুক্তিযুদ্ধে সংশ্লিষ্ট হয়েছিলেন, সে কথা সবার জানা নেই। সম্ভবত এসব তথ্য সংগ্রহ করার কোনো সাংগঠনিক প্রয়াসও এ পর্যন্ত নেওয়া হয়নি। এ ব্যাপারে নিজস্ব দায়িত্ববোধ থেকে আমি এ লেখায় একাত্তরে সুদূর আমেরিকায় বসবাসরত বাংলাদেশের সাধারণ বাঙালির অবদানের কথা এখানে তুলে ধরতে চেষ্টা করব। লিখেছেন শামসুল বারী।