You have reached your daily news limit

Please log in to continue


ঝড় তুলেছে সানি লিওনের নতুন ছবির ট্রেলার (ভিডিও)

সানি লিওনের শরীরী আবেদন নিয়ে আবারও হাজির ‘রাগিনী এমএমএস রিটার্নস’। ওয়েব সিরিজের প্রথম পর্ব নিয়ে দর্শকের প্রতিক্রিয়া ছিল ভালোই। এবার মুক্তি পেল দ্বিতীয় পর্বের ট্রেলার। হলো ভক্তদের অপেক্ষার অবসান। তবে শরীরী আবেদন নিয়ে আলোচনা হচ্ছে বেশ। ‘রাগিনী এমএমএস রিটার্নস’ সিজন ২-এর গল্প একটু অন্যরকম। গল্পের মধ্যমণি অবশ্যই রাগিনী। একটি পোড়ো বাড়িতে গিয়ে রহস্য উদঘাটন করতে চায় রাগিনী। এরপর ফ্ল্যাশব্যাকে চলে যায় গল্প। দেখা যায় বন্ধুদের নিয়ে ব্যাচেলার পার্টি করতে হোটেলে যায় গার্লস গ্যাং। কিন্তু হোটেলের ম্যানেজারের সঙ্গে জড়িয়ে পড়ে ওই দলেরই একটি মেয়ে। শুধু সে নয়, দলের অন্য সদস্যরাও সম্পর্কে জড়িয়ে পড়ে। কখনও আবার দুই মেয়ের মধ্যে তৈরি হয় সমকামী সম্পর্ক। এমন অবস্থায় তাদের হাতে আসে ওইজা বোর্ড। সবাই ঠিক করে প্ল্যানচেট করবে তারা। আর তার জন্য ওই ওইজা বোর্ডটি ব্যবহার করবে। এরপরই শুরু হয় গন্ডগোল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন