কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপিকে কী বার্তা দেবেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৯

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নাকচ হওয়ায় নতুন করণীয় ঠিক করতে পারেনি বিএনপি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকে জামিন না হওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হলেও পরবর্তী পদক্ষেপ ও কৌশল নিয়ে দলের নীতিনির্ধারকরা ছিলেন উপায়হীন। এক্ষেত্রে কারাগার থেকে খালেদা জিয়া কী বার্তা পাঠাবেন- তার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে বিএনপি। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য এবং দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলাপে এ বিষয়টি স্পষ্ট হয়েছে।নেতারা বলছেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি গ্রেফতার হওয়ার আগে খালেদা জিয়া দলের নেতাদের যে নির্দেশনা দিয়েছিলেন, দল তার ব্যত্যয় করেনি। বৃহস্পতিবার আপিল বিভাগের শুনানিতে জামিনের বিষয়টি নাকচ হয়ে যাওয়ায় খালেদা জিয়ার মনোভাবে পরিবর্তন আসতে পারে। দলীয় প্রধানের মনোভাবের এই পরিবর্তন দলকে কোন দিকে ধাবিত করবে- এ নিয়ে জ্যেষ্ঠ নেতারাও এখন সন্দিহান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও