কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বিএনপির বহিষ্কৃত নেতারা ভোটেও হারলেন

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া বহিষ্কৃত নেতারা ভোটে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের তেমন সহযোগিতা পাননি। ফলে এই প্রার্থীরা আশানুরূপ ফল পেতে ব্যর্থ হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত যে ২৮টি উপজেলায় বিএনপির (বহিষ্কৃত) নেতারা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন, তার অধিকাংশতেই তাঁরা পরাজিত হয়েছেন। মাত্র ৭ জন জয়ী হয়েছেন বলে জানা গেছে।

বেসরকারি ফলাফলে জানা গেছে, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বর্তমান চেয়ারম্যান মো. ইমান আলী বিপুল ভোটে পরাজিত হয়েছেন। তিনি উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। এই উপজেলায় বিএনপির আরও দুই নেতা সেকান্দার আলী ও তাজমিন নাহারও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন। তাঁরাও হেরে গেছেন। সেকান্দার আলী উপজেলা বিএনপির সদস্য ও তাজমিন নাহার জাতীয়তাবাদী মহিলা দলের সহসভাপতি ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ায় তিনজনকেই দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে বিএনপি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন