শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষের উষ্ণতার আকুতি
শীত তার চিরচেনা রূপে আবির্ভূত হয়েছে। এখন শীতের ভরা যৌবন। শীতকাল দরিদ্র মানুষের জন্য যেন এক অভিশাপের নাম! শীতের সময় দারিদ্র্যসীমার নিচে বাস করা মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। বিশেষ করে প্রান্তিক এলাকার গরিব মানুষকে সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হয়। তথ্য অনুযায়ী, বাংলাদেশে চরম দারিদ্র্যসীমার নিচে বাস করে প্রায় দুই কোটিরও বেশি মানুষ।