বাড়িওয়ালার রাজা-প্রজা
বাড়িওয়ালা নিজেরাই রাজা। বিশেষ করে ঢাকা শহরে। তবে বাড়িওয়ালাদেরও রাজা আছে। কে সেই রাজা? অবশ্যই ভূমির খাজনা গ্রহীতা বা বাড়ি থেকে আয়ের কর গ্রহীতা। সেটা হোক ভূমি অফিস কিংবা সিটি কর্পোরেশন বা পৌরসভা অথবা জাতীয় রাজস্ব বোর্ড। মহানগরে বাড়িওয়ালাদের রাজার বিষয়টি স্পষ্ট হয়েছে। সে রাজা হল জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। বাড়িওয়ালাদের রাজা যেহেতু আছে, প্রজাও আছে নিশ্চয়ই। কে সেই প্রজা? আমরা যারা ভাড়াবাড়িতে থাকি, অসহায় ভাড়াটিয়ারাই বাড়িওয়ালাদের প্রজা।