বিজয়ের মাসে ফিরে দেখা
বিশ্বসমাজ, ঐতিহ্য ও রাজনীতির ভূগোলে বাংলাদেশ নামক রাষ্ট্রের অভিষেক নানা মানদণ্ডে বৈশিষ্ট্যপূর্ণ। সুস্পষ্ট আদর্শ ও সুনির্দিষ্ট লক্ষ্যকে স্থির করে সর্বাত্মক ত্যাগের মধ্য দিয়ে কীভাবে একটি নিয়মতান্ত্রিক মুক্তি আন্দোলন স্বাধীনতার শ্রেয়তর ধারণাকে মূর্ত করে তুলতে পারে- এর প্রকৃষ্ট উদাহরণ ’৪৮-৭১ পর্যন্ত বাঙালির রাজনৈতিক অনুশীলনের কেতাবি ধারাপথ।নতুন এ উদার, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের উৎপত্তি বা গর্ভকাল আরও যে কারণে ইতিহাস পরিক্রমার পথে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে- তা হল অসাধারণ নেতৃত্বের মুগ্ধতা, দুর্ভেদ্য সামাজিক ঐক্য আর অতুলনীয় দেশপ্রেম।