রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি বিচারিক কার্যক্রমও চলতে পারে
শেষ পর্যন্ত রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) মামলা হল। আফ্রিকার সবচেয়ে ক্ষুদ্র দেশ গাম্বিয়া মামলাটি করায় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক বিচার আদালত পর্যন্ত পৌঁছল। এটি একটি নজিরবিহীন ঘটনা। অনেকের প্রশ্ন, রোহিঙ্গা সমস্যা নিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ মামলা না করে মিয়ানমার থেকে প্রায় সাত হাজার মাইল দূরের দেশ গাম্বিয়া মামলা করতে গেল কেন? মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিমদের ওপর যে হারে নৃশংস অত্যাচার এবং গণহত্যা চালিয়েছে তা বিশ্বের অধিকাংশ মুসলিম অধ্যুষিত দেশ সহজভাবে গ্রহণ করতে পারেনি। এ নিয়ে মুসলিম দেশগুলোর জনগণের ভেতর ব্যাপক প্রক্রিয়া হয়েছে।