কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। জেলার একাধিক ক্লু-লেস মামলার মূল রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের নিকট থেকে চোরাই মালামাল ও ট্রাক উদ্ধারের জন্য কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার কর্র্তৃক উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আবুল কালাম আজাদকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচন করা হয়। গতকাল ঢাকায় ডিআইজি সম্মেলন কক্ষে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) ও পিপিএম (বার) এর নিকট থেকে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা পুরস্কার গ্রহণ করেন তিনি। এ সময় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) সহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.