![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/12/04/f8767e25933b2c577d69e60a944560e9-5de7e62d88038.jpg?jadewits_media_id=1490193)
ইতিহাসনির্ভর যাত্রাপালা ‘বিদ্রোহী বুড়িগঙ্গা’
প্রথম আলো
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৯, ২২:৩৫
চারপাশে দর্শক। মাঝে মঞ্চ। মঞ্চের দুই পাশে বসেছেন যন্ত্রশিল্পীরা। শোনা গেল নানা বাদ্যযন্ত্রের সুর। বাঁশি, ঢোল, করতালের আওয়াজের সঙ্গে শিল্পীর উচ্চ কণ্ঠের মিলনায়তন কাঁপানো সংলাপে যেন অগ্নিস্ফুলিঙ্গ খেলে যায় দর্শক-শ্রোতাদের মনে। মুহুর্মুহু করতালি মিলনায়তনের প্রতিটি কোনায় প্রতিধ্বনিত হয় যাত্রার প্রতি দর্শকদের ভালো লাগা ও ভালোবাসার কথা। বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের...