রাজনীতির বাজারে অর্থনীতির সূত্র
পুঁজিবাদের একটা বড় বৈশিষ্ট্য এবং অনিবার্য গন্তব্য হলো মনোপলি বা একচেটিয়া কারবার। মনোপলি কারবার রাজনীতির আসরও দখল করেছে। রাজনীতির বাজারে এখন মনোপলি হলো দুটি দলের—আওয়ামী লীগ আর বিএনপি। দুটিই সুপারশপ। বাকিগুলো মুদিদোকান। লিখেছেন মহিউদ্দিন আহমদ।