
জনতার ‘সিন্ডিকেট’ কোথায়?
ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, প্রশাসন, চিকিৎসা, পরিবহন—সমস্ত ব্যবস্থায় সিন্ডিকেট একতাবদ্ধ হয়ে সব বিধি–শৃঙ্খলা চুরমার করে ফেলছে। তাদের ‘ইউনিটি’ এতটাই জোরালো হয়ে উঠেছে যে ‘সেন্টার ক্যান নট হোল্ড’। একদিকে অশুভ শক্তির ‘ইউনিটি’, অন্যদিকে সুস্থ চিন্তার দুর্বলচিত্তের মানুষের অনৈক্য। এই দ্বৈতের বাইরে কিছু নেই। বাজার পরিস্থিতি নিয়ে লিখেছেন সারফুদ্দিন আহমেদ