কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এইডসের ঝুঁকিতে হিলি স্থলবন্দর

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৬

এশিয়ায় এইচআইভি-এইডসে আক্রান্তের দিক থেকে শীর্ষে ভারত। ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গড়ে প্রতিদিন দুই থেকে আড়াইশ’ বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করে। এসব ট্রাকের চালক-হেলপার ছাড়াও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আট-নয়শ’ জন পাসপোর্ট যাত্রী যাতায়াত করেন। কিন্তু তাদের স্বাস্থ্য পরীক্ষার কোনও ব্যবস্থা নেই। এ কারণে এই স্থলবন্দর ও সীমান্ত এলাকা এইডসের মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।স্থানীয় কয়েকটি এনজিও সূত্রে জানা গেছে, হিলিতে ১৪-১৫ জনের মতো এইচআইভি আক্রান্ত রোগী রয়েছেন। তাদের মধ্যে একজন মারা গিয়েছেন বাকিদের চিকিৎসা চলছে।স্থানীয় এলাকাবাসী আতাউর রহমান ও সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রতিদিন চার-পাঁচশ’ জন ড্রাইভার হেলপার দেশে প্রবেশ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও