কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘কেমন আছো ভাই’ বলার মানুষটি চলে গেলেন

বিডি নিউজ ২৪ আনিসুর রহমান প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ১৮:২৭

কবি ও স্থপতি রবিউল হুসাইন বিবিধ সুন্দর, মার্জিত রুচি ও বোধে শাণিত একজন মানুষ। পোশাকে-ছুরতে অন্য সকলের থেকে আলাদা। পরে দিনে দিনে তা মডেলে পরিণত হয়েছে। দেশের সংস্কৃতি অঙ্গনের অনেককেই দেখেছি রবিউল ভাইকে অনুকরণ করতে। আমাদের রাজনীতি ও সংস্কৃতিতে পোশাকের রুচি ও মার্জিত আবেদনে যারা আজও অনুকরণীয় ও অনসরণীয় হয়ে থাকেন এবং থাকবেন তাদের মধ্যে লালন সাঁই, রবীন্দ্রনাথ ঠাকুর, মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু অন্যতম। তেমনি রবিউল ভাই যে মডেল চালু করেছেন এটা প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে। আবহাওয়া বুঝে শীতকালে ফতুয়া বা শার্টের ওপর একটা ব্লেজার আর গলার মাফলার ঝুলানো ওড়নার মত করে। আর গরমকালে ফতুয়া বা তার নিজস্ব ধরনে বানানো শার্ট সঙ্গে মাফলার আদলের সুতির এক চিলতে কাপড় ঝুলানো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও