![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2019/11/shanu-devi-lead-2019.jpg)
ফেসবুক ব্যবহারে যোগ্যতা লাগা উচিত: শানু
চ্যানেল আই
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ১৭:০৩
ফেসবুক ব্যবহারে যোগ্যতা লাগা উচিত বলে মনে করেন অভিনেত্রী শানারৈ দেবী শানু। তবে সেটা শিক্ষাগত যোগ্যতা নয়, বরং একটা বোধের জায়গা থাকা উচিত।